Skip to main content

Posts

Showing posts from December, 2012

FACEBOOK CODE

@@[0:[145049655645031:1:ইসলাম সম্পর্কে ভাল করে জানতে চান?]] আপনাদের কাছে আজ নিয়ে এসেছি একটি চমৎকার ইসলামিক পেজ । এতে আপনি ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন । এখনি like করে join হউন এই page এ @[145049655645031:] এখানে পাবেন ১. @@[0:[145049655645031:1:সহিহ হাদিস]] ২. @@[0:[145049655645031:1:ইসলামের সঠিক এবং গুরুত্বপূর্ণ না জানা তথ্য]] ৩.@@[0:[145049655645031:1: নবী এবং রাসুলদের স্মৃতিবিজরিত স্থান সমুহ]] ৪. @@[0:[145049655645031:1:নবী ও রাসুলদের ব্যবহৃত জিনিসপত্র]] ৫. @@[0:[145049655645031:1:ইসলামিক সাধারণ জ্ঞান]] ৬.@@[0:[145049655645031:1:মোবাইল এবং কম্পিউটার এর জরুরী টিপস]] ৭. @@[0:[145049655645031:1:স্বাস্থ্য ভাল রাখার টিপস]] ৮. @@[0:[145049655645031:1:আরও দেখুন.......]]

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়।  পারে লয়ে যাও আমায়...  আমি একা রইলাম ঘাটে  ভানু সে বসিলো পাটে  তোমা বিনে ঘোর সংকটে  না দেখি উপায়।।    নাই আমার ভজন সাধন  চিরদিন কুপথে গমন।  নাম শুনেছি পতিত পাবন  তাইতে দেই দোহাই।।    অগতির না দিলে গতি  ঐ নামে রবে অখ্যাতি  লালন কয় অকুলের পতি  কে বলবে তোমায়।।

দাম দিয়ে কিনেছি বাংলা

দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়, দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়। সতেরোশো সাতান্ন সনে, ভাইবা দেখেন পড়বে মনে দাম দিছি পলাশীর মাঠে ইতিহাস তার সাক্ষী রয় দাম দিয়ে কিনেছি বাংলা ... সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে আঠারোশো সাতান্ন সালে দাম দিছি ফের জানে মালে ওরে পিছন ফিরে চাইলে পরে' একশ বছর কথা কয় দাম দিয়ে কিনেছি বাংলা.... ব্রিটিশ গিয়া সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে তারা মোদের খুন কইরাছে না না অযুহাতে রে লক্ষ করুণ হাসি হাসি খাইছে গুলি পরছে ফাঁসি তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয় দাম দিয়ে কিনেছি বাংলা... বায়ান্নোতে মুখের ভাষা কিনছি বুকরে খুনে রে বরকতেরা রক্ত দিল, বিশ্ব অবাক শোনে রে দিছি রক্ত জন্মাবধি কত সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয় দাম দিয়ে কিনেছি বাংলা... ঊনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে রে মেয়ের মায়ের বোনের ইজ্জত লুইটাছে ডাকাতে রে বাপের সামনে বলুক তো ঝুট! মেয়ের ইজ্জত হয়নি কি লুট?! আজো বাংলার আকাশ বাতাস দুঃখে শোকো উদাস হয় দাম দিয়ে কিনেছি বাংলা... দাম ...

আমি ডুবিব আধারে

আমি ডুবিব আধারে তোমরা নিয়া চল নিয়া চল দেহ তরী রে আমি থাকিবনা আর ভব মাঝারে যাইতে হবে যাইতে হবে বন্ধুর পারে জীবণের স্বপ্ন ছিল দেখিব তারে বন্ধুর পারে জগতের এত মায়া দিয়া কি হবে বন্ধুর মায়া যদি না পাই তবে তারে ছাড়া সুখের প্রদিপ পাব কি করে কে আর হবে দু:খের সাথি যাব একা রে আমি বন্ধুর পারে করেছি কত আমি তারি সাধন চিনলনা তবু হায়রে আমার অবুঝ মন আজকে যাব তাহার কুলে জীবণ তরী বায়ে নিয়া চল নিয়া চল আমারে লয়ে বন্ধুর পারে

কোথায় গেলে পাব দয়াল

কোথায় গেলে পাব দয়াল কোথায় গেলে পাব তোমায় তোমার কাছে এই মিনতি দেখা দাও আমায়, দয়াল দেখিতে পাইলে দয়াল তোমার চরনের ছায়া অধম কবির ধইরা রাখতাম ছাইরা গো দুনিয়ার মায়া কিহবে এই জনম দিয়ে না পেলেগো তোমায় দয়াল, না পেলেগো তোমায় এই দুনিয়া এক আজব নগর আজব এক কারখানা সবাই খোজে শুধু তুমাই কইরা কত বাহানা কে পাবে কে পাবে বল কে পাবে তোমায় সে কি আছে আমার মত এই গো ধরায়, দয়াল এই গো ধরায় ধন্য সেজন ধন্য সেজন করিছে তোমার আরাধন অধম আমি কাদব একেলা দিয়াগো নয়ন জলের বিসর্জন তোমার কাছে একটাই মিনতি চাই গো তোমায় চাই গো তোমায় দয়াল

তুই মেঘলা মে

তপ্ত ক্ষরা শেষে মেঘ হলি তুই চঞল পবনে তকে ছুই এখন ধরণী হয়নি শীতল এখনি চলে যাবি কিরে বল ও মেঘলা মে যাসনে ওঠে এখন দেখা শেষ হয়নি তকে কল্পিত হাত রাখি তোর শান্ত মনের পরে তোর মেঘ কালো মায়া চোখে ভাবরে আপন করে তোর ঝাপসা ভেজা জল মেঘে চোখটা আমি বুঝি, তুই ও মেঘলা মে যাসনে ওঠে এখন দেখা শেষ হয়নি তকে হাহাকারে মন পুরি যাসনে ও মেঘলা মে হাত জর মনে পরি বহুকাল তকে চেয়ে তুই বাসতে ভাল ঝরে যাই এখনি চলে যাবি,কিরে বল ও মেঘলা মে যাসনে ওঠে এখন দেখা শেষ হইনি তকে

আর কি হবে মানব জনম

হেলায় হেলায় দিন বয়ে যায় ধিরে নিল কালে আর কি হবে মানব জনম দশব সাধু মিলে কত শত লোক জনি ভ্রমণ করেছ জানি মানব কুলে মনরে তুমি এসে কি করিলে মনাব যা নামের আশায় কত দেবতা দেবতা পাঞ্চিত হয় হেন জনম দিন দয়াময় দিয়াছ কোন ফলে ভুলনারে মনরাসনে সৌধে কর বেচা কেনা লালন বলে কুল এবার ঠকে গেলে

ইন্দু বালা গো

ইন্দু বালা গো তুমি কোন আকাশ থাক জোৎছানা কারে মাখ কার ওঠনে পর ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তুমারি প্রেমে পরিলায়া মনের জালে দু:খের বৃষ্টি ঝুমঝুমাইয়া পরে একলা ঘরে ভালবাসা কেদে কেদে মরে সৃতির ডালে সু:খের পক্ষি ঘমুর পইরা নাচা অন্তর কাটে কষ্ট নামের ভঙ্গা ভঙ্গা কাচে

দিন দুনিয়ার মালিক খুদা

দিন দুনিয়ার মালিক খুদা দিলকি দয়া হয়না তোমর দিলকি দয়া হয়না কাটার আঘাত দাওগ যারে তার ফুলের আঘাত সয়ানা তুমার দিলকি দয়া হয় না যে দূ:খে বন্ধুকে মোর কবরে সোয়াইরে দম যেন মোর যায় যেপথেতে কাটায় ভরা কোনবা পথে চলবে যে বুকেতার বেথায় ভরা কোনবা মুখে বলবে

আমি গান গাইতে পারি না

আমি গান গাইতে পারি না ও যে গানে মিলে প্রাণের সন্ধান সে গান গাওয়া হলনা আমি গান গাইতে পারি না। জানিনা ভাব ক্রান্তি গাইতে পারিনা সে গান যেগান গাইলে মিলে আধারে আলর সন্ধান গান গাইলে লালন রাধার মন, হাসন রাজা দেওয়ানা আমি গান গাইতে পারিনা আরকুম সাহ ফকির সিতালং বলেছেন মারফি গান সৈয়দ শাহা নুরের গানে শুকনাতে দৈড়াইতেন নাও করিম বলে প্রান খুলে গাও গাইতে যাহার বাসনা আমি গান গাইতে পারিনা

নির্জন যমুনার কুলে

নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে বাজায় বাশিঁ বন্ধু সেম রায় বাশিঁতে কি মধু ভরা আমারে করিল সারা আমি নারী ঘরে থাকা দয় কলার বাশি হল বান বলে শুধু রাধার নাম কুল বধু কুল মান মজায় বাশির সুরে অঙ্গ জলে ঘরের জল বাহিরে ফেলে মনে লয় যাব যমুনাই হায় বাজায় বাশিঁ বন্ধু সেম রায় শুনগ ললিতে শখি বন্ধু ছাড়া কেমনে থাকি প্রনপাখি ওরে যেতে চাই আমি নারী কুল মালা কালার বাশি দির জালা অঙ্গ কালা বন্ধুর চিন্তায় যদি আমর কেহ থাক বন্ধু এনে প্রনটি রাখ মন প্রাণ সপিব তার পায় ভুবন মোহন শুরে ভাইটাল নদী ওজান ধরে জলে অনল আমার অন্তরায় মনে লয় সন্নাসি হইয়া দেখব তারে তল্লাসিয়া কোন বনে সে বাশরি বাজায়

একদিন মাটির ভিতরে

একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রন পাখি ওরে যাবে পিন্জর ছেরে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি হবে পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমর চর্মচর গলে পচে যাবে শিরার ওপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবি হবে খন্ড খন্ড পরে রবে মাটিরো ওপর রে মন আমার কেন বান্ধদালান ঘর রুপেরি গৌরবে সাজিয়াছ সাজ সোন দানা কতা কি আর রাজকিয় পোশাক যেদিন প্রন চালে যাবে সবি পরে রবে গায়ে দিবে মার কিনুথন রে মন আমমার কেন বান্ধ দালান ঘর

ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে

সে কি সাহ মান্য চোর ধরি দিবনা কাঞ্চিতে ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে পাতালে চোরের বহর দেখাই আসমানের নহর তিন তারে ঘটছে খবর সুধা সুভ যগমতে ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে চোর ধরে রাখবি যদি হৃদ গারদ করগা খাটি লালন কয় খুটির আটি থাকি বে কি চোর দেয় ছুতে

তুমি আছ বলে

তুমি আছ বলে মৌন কথোপকথন তুমি আছে বলে পৃথিবীটা লাগে আপন তুমি আছ বলে পাশে হীমেল স্নীগ্ধতার হাওয়ায় তুমি আছ বলে পাশে সবি ভাল লাগে অবেলাই তুমি আছ বলে জুনাকির গানে চোখ মেলে চাঁদ ওঠেছে তুমি আছ বলে চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে মানেরি এই মনি কোঠায় বিশ্বাস অমলিন কখনো না যেন ফুরাই এই সুখের ঋণ এই দিনের স্মৃতি মাখা কথা কখনোই ভুল যেয়না ছোটখাটো ভুলে তুমি যেন দুরে যে য়োনা আছো তুমি মনের পাশে সবি খুজে পাই চাইনা না আর এ আমি খনিকের এ কথা এই দিনের স্মৃতি মাখা কথা কখনোই ভুল যেয়না ছোটখাটো ভুলে তুমি যেন দুরে যেয়ো না

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল,এভাবে আর  চলবে কতকাল তরী কিণারায় ভিড়াইয়া ভাবি শুধু কাদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল,এভাবে চলবে কতকাল জীবণ দিলা কাঞ্চা বাশের খাচার মতন যত্ন নেবার এগেই তাহা ভাঙ্গে অবিরত, দয়াল ধনীরে ধন দিলা গরীবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল সুখের পাখি নীড় বাধিতে যায়না সে ভুলে যত্ন করে নীড় বাধে হায় সুখের দুকুলে তেলে চুলে তেল দিলা বুঝলানা জটা চুলের হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল