তপ্ত ক্ষরা শেষে মেঘ হলি তুই
চঞল পবনে তকে ছুই
এখন ধরণী হয়নি শীতল
এখনি চলে যাবি কিরে বল
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হয়নি তকে
কল্পিত হাত রাখি
তোর শান্ত মনের পরে
তোর মেঘ কালো মায়া চোখে
ভাবরে আপন করে
তোর ঝাপসা ভেজা জল মেঘে
চোখটা আমি বুঝি, তুই
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হয়নি তকে
হাহাকারে মন পুরি
যাসনে ও মেঘলা মে
হাত জর মনে পরি
বহুকাল তকে চেয়ে
তুই বাসতে ভাল ঝরে যাই
এখনি চলে যাবি,কিরে বল
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হইনি তকে
চঞল পবনে তকে ছুই
এখন ধরণী হয়নি শীতল
এখনি চলে যাবি কিরে বল
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হয়নি তকে
কল্পিত হাত রাখি
তোর শান্ত মনের পরে
তোর মেঘ কালো মায়া চোখে
ভাবরে আপন করে
তোর ঝাপসা ভেজা জল মেঘে
চোখটা আমি বুঝি, তুই
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হয়নি তকে
হাহাকারে মন পুরি
যাসনে ও মেঘলা মে
হাত জর মনে পরি
বহুকাল তকে চেয়ে
তুই বাসতে ভাল ঝরে যাই
এখনি চলে যাবি,কিরে বল
ও মেঘলা মে যাসনে ওঠে
এখন দেখা শেষ হইনি তকে
Comments
Post a Comment