আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল,এভাবে আর চলবে কতকাল
তরী কিণারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিন হাল
রে দয়াল,এভাবে চলবে কতকাল
জীবণ দিলা কাঞ্চা বাশের
খাচার মতন
যত্ন নেবার এগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
সুখের পাখি নীড় বাধিতে
যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায়
সুখের দুকুলে
তেলে চুলে তেল দিলা
বুঝলানা জটা চুলের হাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল,এভাবে আর চলবে কতকাল
তরী কিণারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিন হাল
রে দয়াল,এভাবে চলবে কতকাল
জীবণ দিলা কাঞ্চা বাশের
খাচার মতন
যত্ন নেবার এগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
সুখের পাখি নীড় বাধিতে
যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায়
সুখের দুকুলে
তেলে চুলে তেল দিলা
বুঝলানা জটা চুলের হাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
Comments
Post a Comment