সে কি সাহ মান্য চোর
ধরি দিবনা কাঞ্চিতে
ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে
পাতালে চোরের বহর
দেখাই আসমানের নহর
তিন তারে ঘটছে খবর
সুধা সুভ যগমতে
ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে
চোর ধরে রাখবি যদি
হৃদ গারদ করগা খাটি
লালন কয় খুটির আটি
থাকি বে কি চোর দেয় ছুতে
ধরি দিবনা কাঞ্চিতে
ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে
পাতালে চোরের বহর
দেখাই আসমানের নহর
তিন তারে ঘটছে খবর
সুধা সুভ যগমতে
ধর চোর হাওয়ার ঘরে ফাদ পেতে
চোর ধরে রাখবি যদি
হৃদ গারদ করগা খাটি
লালন কয় খুটির আটি
থাকি বে কি চোর দেয় ছুতে
Comments
Post a Comment