আমি ডুবিব আধারে
তোমরা নিয়া চল নিয়া চল
দেহ তরী রে
আমি থাকিবনা আর
ভব মাঝারে
যাইতে হবে যাইতে হবে
বন্ধুর পারে
জীবণের স্বপ্ন ছিল
দেখিব তারে
বন্ধুর পারে
জগতের এত মায়া
দিয়া কি হবে
বন্ধুর মায়া যদি
না পাই তবে
তারে ছাড়া সুখের প্রদিপ
পাব কি করে
কে আর হবে দু:খের সাথি
যাব একা রে আমি
বন্ধুর পারে
করেছি কত আমি
তারি সাধন
চিনলনা তবু হায়রে
আমার অবুঝ মন
আজকে যাব তাহার কুলে
জীবণ তরী বায়ে
নিয়া চল নিয়া চল
আমারে লয়ে
বন্ধুর পারে
তোমরা নিয়া চল নিয়া চল
দেহ তরী রে
আমি থাকিবনা আর
ভব মাঝারে
যাইতে হবে যাইতে হবে
বন্ধুর পারে
জীবণের স্বপ্ন ছিল
দেখিব তারে
বন্ধুর পারে
জগতের এত মায়া
দিয়া কি হবে
বন্ধুর মায়া যদি
না পাই তবে
তারে ছাড়া সুখের প্রদিপ
পাব কি করে
কে আর হবে দু:খের সাথি
যাব একা রে আমি
বন্ধুর পারে
করেছি কত আমি
তারি সাধন
চিনলনা তবু হায়রে
আমার অবুঝ মন
আজকে যাব তাহার কুলে
জীবণ তরী বায়ে
নিয়া চল নিয়া চল
আমারে লয়ে
বন্ধুর পারে
Comments
Post a Comment