নির্জন যমুনার কুলে
বসিয়া কদম্ব তলে
বাজায় বাশিঁ বন্ধু সেম রায়
বাশিঁতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দয়
কলার বাশি হল বান
বলে শুধু রাধার নাম
কুল বধু কুল মান মজায়
বাশির সুরে অঙ্গ জলে
ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যাব যমুনাই
হায় বাজায় বাশিঁ বন্ধু সেম রায়
শুনগ ললিতে শখি
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রনপাখি ওরে যেতে চাই
আমি নারী কুল মালা
কালার বাশি দির জালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমর কেহ থাক
বন্ধু এনে প্রনটি রাখ
মন প্রাণ সপিব তার পায়
ভুবন মোহন শুরে
ভাইটাল নদী ওজান ধরে
জলে অনল আমার অন্তরায়
মনে লয় সন্নাসি হইয়া
দেখব তারে তল্লাসিয়া
কোন বনে সে বাশরি বাজায়
বসিয়া কদম্ব তলে
বাজায় বাশিঁ বন্ধু সেম রায়
বাশিঁতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দয়
কলার বাশি হল বান
বলে শুধু রাধার নাম
কুল বধু কুল মান মজায়
বাশির সুরে অঙ্গ জলে
ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যাব যমুনাই
হায় বাজায় বাশিঁ বন্ধু সেম রায়
শুনগ ললিতে শখি
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রনপাখি ওরে যেতে চাই
আমি নারী কুল মালা
কালার বাশি দির জালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমর কেহ থাক
বন্ধু এনে প্রনটি রাখ
মন প্রাণ সপিব তার পায়
ভুবন মোহন শুরে
ভাইটাল নদী ওজান ধরে
জলে অনল আমার অন্তরায়
মনে লয় সন্নাসি হইয়া
দেখব তারে তল্লাসিয়া
কোন বনে সে বাশরি বাজায়
Comments
Post a Comment