আমি গান গাইতে পারি না
ও যে গানে মিলে প্রাণের সন্ধান
সে গান গাওয়া হলনা
আমি গান গাইতে পারি না।
জানিনা ভাব ক্রান্তি
গাইতে পারিনা সে গান
যেগান গাইলে মিলে
আধারে আলর সন্ধান
গান গাইলে লালন
রাধার মন, হাসন রাজা দেওয়ানা
আমি গান গাইতে পারিনা
আরকুম সাহ ফকির সিতালং
বলেছেন মারফি গান
সৈয়দ শাহা নুরের গানে
শুকনাতে দৈড়াইতেন নাও
করিম বলে প্রান খুলে গাও
গাইতে যাহার বাসনা
আমি গান গাইতে পারিনা
ও যে গানে মিলে প্রাণের সন্ধান
সে গান গাওয়া হলনা
আমি গান গাইতে পারি না।
জানিনা ভাব ক্রান্তি
গাইতে পারিনা সে গান
যেগান গাইলে মিলে
আধারে আলর সন্ধান
গান গাইলে লালন
রাধার মন, হাসন রাজা দেওয়ানা
আমি গান গাইতে পারিনা
আরকুম সাহ ফকির সিতালং
বলেছেন মারফি গান
সৈয়দ শাহা নুরের গানে
শুকনাতে দৈড়াইতেন নাও
করিম বলে প্রান খুলে গাও
গাইতে যাহার বাসনা
আমি গান গাইতে পারিনা
Comments
Post a Comment