ইন্দু বালা গো
তুমি কোন আকাশ থাক
জোৎছানা কারে মাখ
কার ওঠনে পর ঝরিয়া
ডুবিয়া মরিলাম
মরিয়া ডুবিলাম
তুমারি প্রেমে পরিলায়া
মনের জালে দু:খের বৃষ্টি
ঝুমঝুমাইয়া পরে
একলা ঘরে ভালবাসা
কেদে কেদে মরে
সৃতির ডালে সু:খের পক্ষি
ঘমুর পইরা নাচা
অন্তর কাটে কষ্ট নামের
ভঙ্গা ভঙ্গা কাচে
তুমি কোন আকাশ থাক
জোৎছানা কারে মাখ
কার ওঠনে পর ঝরিয়া
ডুবিয়া মরিলাম
মরিয়া ডুবিলাম
তুমারি প্রেমে পরিলায়া
মনের জালে দু:খের বৃষ্টি
ঝুমঝুমাইয়া পরে
একলা ঘরে ভালবাসা
কেদে কেদে মরে
সৃতির ডালে সু:খের পক্ষি
ঘমুর পইরা নাচা
অন্তর কাটে কষ্ট নামের
ভঙ্গা ভঙ্গা কাচে
Comments
Post a Comment