তুমি আছ বলে
মৌন কথোপকথন
তুমি আছে বলে
পৃথিবীটা লাগে আপন
তুমি আছ বলে পাশে
হীমেল স্নীগ্ধতার হাওয়ায়
তুমি আছ বলে পাশে
সবি ভাল লাগে অবেলাই
তুমি আছ বলে
জুনাকির গানে চোখ
মেলে চাঁদ ওঠেছে
তুমি আছ বলে চুপি চুপি আজ
সব বাগানে ফুল ফুটেছে
মানেরি এই মনি কোঠায়
বিশ্বাস অমলিন
কখনো না যেন ফুরাই
এই সুখের ঋণ
এই দিনের স্মৃতি মাখা কথা
কখনোই ভুল যেয়না
ছোটখাটো ভুলে তুমি যেন
দুরে যে য়োনা
আছো তুমি মনের পাশে
সবি খুজে পাই
চাইনা না আর এ আমি
খনিকের এ কথা
এই দিনের স্মৃতি মাখা কথা
কখনোই ভুল যেয়না
ছোটখাটো ভুলে তুমি যেন
দুরে যেয়ো না
মৌন কথোপকথন
তুমি আছে বলে
পৃথিবীটা লাগে আপন
তুমি আছ বলে পাশে
হীমেল স্নীগ্ধতার হাওয়ায়
তুমি আছ বলে পাশে
সবি ভাল লাগে অবেলাই
তুমি আছ বলে
জুনাকির গানে চোখ
মেলে চাঁদ ওঠেছে
তুমি আছ বলে চুপি চুপি আজ
সব বাগানে ফুল ফুটেছে
মানেরি এই মনি কোঠায়
বিশ্বাস অমলিন
কখনো না যেন ফুরাই
এই সুখের ঋণ
এই দিনের স্মৃতি মাখা কথা
কখনোই ভুল যেয়না
ছোটখাটো ভুলে তুমি যেন
দুরে যে য়োনা
আছো তুমি মনের পাশে
সবি খুজে পাই
চাইনা না আর এ আমি
খনিকের এ কথা
এই দিনের স্মৃতি মাখা কথা
কখনোই ভুল যেয়না
ছোটখাটো ভুলে তুমি যেন
দুরে যেয়ো না
Comments
Post a Comment