চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কি
ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম
তোমরা তাদের বলবে কি
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরী ফকিরী
ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাক্য নাই
কেবা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধা বাতি সন্ধ্যা বাতি
লালন ফকির ভেবে বলে
মায়ে ছুইলে পুত্র মরে
আরে এই কথার মান না জানিলে
হবে না তার ফকিরী ফকিরী।।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
এখন দেখা যাক এই গানের মাধ্যমে লালন
কোন তথ্য আমাদের
কাছে পৌচ্ছে দিতে চেয়ে ছিলেনঃ
Uterus, a hollow organ inside a women's
body
where a baby grow up after fertile egg
and sperm matches
চাঁদের মতো গোলাকার দেখতে মাতৃগর্ভ
আর শিশুকে চাঁদের সাথে তুলনা করা হয়
এক চাঁদকে তুলনা করা হয়েছে মাতৃগর্ভের
সাথে
আরেক চাঁদ হলো ভ্রুন
ছয়মাসের ভেতর এই ভ্রুনে জীবনের সঞ্চার
হয়
নয়মাসে এই ভ্রুন পরিপুর্ন শিশু হয়ে
পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয়ে যায়
আর এগারো মাসে এই শিশু হাটতে শেখে
(আমার শিশুরা ৯ মাসেই হাটতে শুরু করে –
স্টান্ডার্ড
সময় ১১ মাস)
হাটার আগে শিশু হামা দিয়ে চিনে নেয় তার
পরিসর
...
আমি গান গাইতে পারি না ও যে গানে মিলে প্রাণের সন্ধান সে গান গাওয়া হলনা আমি গান গাইতে পারি না। জানিনা ভাব ক্রান্তি গাইতে পারিনা সে গান যেগান গাইলে মিলে আধারে আলর সন্ধান গান গাইলে লালন রাধার মন, হাসন রাজা দেওয়ানা আমি গান গাইতে পারিনা আরকুম সাহ ফকির সিতালং বলেছেন মারফি গান সৈয়দ শাহা নুরের গানে শুকনাতে দৈড়াইতেন নাও করিম বলে প্রান খুলে গাও গাইতে যাহার বাসনা আমি গান গাইতে পারিনা
Comments
Post a Comment